আসুসের কে৫৬সিএ মডেলের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে। ২১ মিলিমিটার পুরু ও ২ কেজি ওজনের এ কম্পিউটারে রয়েছে ১.৮ গিগাহার্টজ ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬-ইঞ্চি পর্দা, ডিভিডি রাইটার, এইচডি ৪০০০ গ্রাফিক্স, এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, ৩টি ইউএসবি পোর্ট ইত্যাদি। গোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা নোটবুকটির দাম ৪৩ হাজার ৫০০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস